Header Image

  ”বাল্যসখী” কবি: আরিফুজ্জামান

 

              ”বাল্যসখী”
কবি: আরিফুজ্জামান

সখীলো মনে পরে কি সেই শৈশব কাহিনী।
দিবস যামিনী ভাবায় মোরে পুরনো স্মৃতি।

সখী তোমার সনেতে ওই আঁকাবাঁকা পথে।
বিদ্যালয়ে যেতাম দু’জন প্রত্যহ –প্রভাতে।

সখী –একটু মনেকর -ঐ -কলাপাতা ঘর।
বাতাস এলে হেলে যেতো কাঁপিয়া থরথর।

সখী পাচ্ছো কি শুনতে ওই গোয়াল ঘরেতে।
তোমার আমার বিয়ে হইতো বিনা কাজীতে।

রঙ -বেরঙের -খেলনা ছিলো মাটিরও পাত্র।
এক্কাদোক্কা খেলতে ‘যে -তুমি ধুলাইয়া গাত্র।

কোথা গেলো সেই-দিন ছিলো কতযে রঙ্গিন।
কালের স্রোতে ভাসিয়া গেলো হয়েছে মলিন।

সখী হারাইলি কোথায় কথা- কি ছিলো তাই।
তোমার হলো -স্বামী পুত্র- আমিতো একলাই।

সখী আজো বলে মন -যদি আসিত সে-ক্ষণ।
কলা-পাতা’রি -ঘর -দিতাম -করিয়া —যতন।

১৯ আষাঢ় –১৪২৮ বঙ্গাব্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!