Header Image

ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা, অনাদায়ে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড

 

ময়মনসিংহের ত্রিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই লাখ টাকা জরিমানা; অনাদায়ে ৪ জনকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

তিনি জানান, ০৫ অক্টোবর ২০২৩ খ্রি: তারিখ বৃহস্পতিবার ত্রিশাল উপজেলার কাঁঠাল, বালিপাড়া ও কানিহারি ইউনিয়নের কালীর বাজারের পার্শ্ববর্তী যোশ্বিদার, মরাখলা, জিলকী ও এর আশপাশের এলাকায় অবৈধ বালু উত্তোলনরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় অবৈধভাবে বালি পরিবহনের দায়ে ৪ টি মামলায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাতক্ষণিকভাবে অনাদায়ে ৪ জনের প্রত্যেককে ১ মাসের করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!