
গল্পের অভাবে সিনেমায় অনিয়মিত রত্না…
বিনোদন প্রতিবেদক:
একটা সময় ছিল, যখন তিনিই ছিলেন চলচ্চিত্রের সবচেয়ে কনিষ্ঠ নায়িকা। চলচ্চিত্রে তখন শাবনূর, মৌসুমী, পপি, পূর্ণিমার দাপট। সেই সময়টাতেই সবচেয়ে কনিষ্ঠ নায়িকা হিসেবে অভিষেক হয় চিত্রনায়িকা রত্নার। সেলিম আযম পরিচালিত 'কেন ভালোবাসলাম' সিনেমাতে অভিনয়ের মধ্যদিয়ে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে তার অভিষেক ঘটে । এই সিনেমার গানগুলোও দর্শকের মধ্যে বেশ ভালো সাড়া ফেলেছিল।
এরপর রত্না বাপ্পারাজ, রুবেল, অমিত হাসান, শাকিব খান'সহ আরো অনেক নায়কের সঙ্গে সিনেমাতে অভিনয় করেছেন। তার বেশকিছু দর্শকপ্রিয় সিনেমাও রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ছাত্রী আইনি বিষয়েও পড়াশোনা করেছেন। একইসাথে সিনেমা এবং পড়াশোনা দুটি চালিয়ে নিয়ে অভিনয়ের প্রতি বেশ মনোযোগী থাকার চেষ্টা করেছেন। তবে আগের মতো সিনেমাতে নিয়মিত নেই তিনি। তার ভাষ্য মতে, তার
ভালোলাগার মতো গল্প তিনি এখন আর তেমনটা